রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী বার্জ ফেরির ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে কাওসার মৃধা (৩৬) নামে এক জেলে নিহত ও জাফর নামে অপর এক জেলে আহত হয়েছে। গত শুক্রবার পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহত জেলে কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়ার মাঝের হাওলা গ্রামে।
জানা যায়, বার্জ ফেরিটি কলাপাড়া থেকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে এ্যাংকর সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিল। এসময় মাছ শিকার শেষে ফিরে আসা শিপন বিশ্বাসের মাছ ধরা ট্রলারটিকে ধাক্কা দিলে ৮ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। সাত জেলে তাৎক্ষণিক সাঁতরে কিনারে ওঠে এলেও নিখোঁজ থাকে কাওসার। এর মধ্যে গুরুতর আহত হয় জাফর নামের এক জেলে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কোস্টগার্ড (পায়রা বন্দর)। ডুবে যাওয়া ট্রলারসহ নিখোজ জেলেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চালায়। পরে বিকেল জাল টেনে নদী থেকে মৃতাবস্থায় নিখোজ জেলে কাওসার মৃধার লাশ উদ্বার করে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ফেরির ছয় স্টাফকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।