Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন জনদরদী

২৩তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

 উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতাবৃন্দের পিতা আব্দুল হাকিম মাইজভান্ডারীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সুফী সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন জনদরদী ও দানবীর। তিনি তার জীবদ্দশায় মানুষের সেবা করতে পছন্দ করতেন।
সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। তার এই সমাজ সেবা ধারাবাহিকভাবে তার সুযোগ্য সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমসহ তার পরিবারও করে যাচ্ছেন।
কলেজের অধ্যাপক কজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, সেক্রেটারী কাজী আলতাফ হোসেন চৌধুরী, সীতাকুÐ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, এস এস আলমগীর, সৈয়দ মাহমুদুল হক, রেহান উদ্দিন রেহান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ