Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেখার কেউ নেই ; আবর্জনার দুর্গন্ধে জনজীবন দুুুুর্বিষহ

ওমর ফারুক, ফেনী থেকে | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম | আপডেট : ১১:০৩ এএম, ১১ মে, ২০১৯

ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় পবিত্র রমজান মাসেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। একদিকে ময়লা আবর্জনার দুর্গন্ধে শহরে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে অন্যদিকে এসব ময়লা আবর্জনার কারণে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে।
সরেজমিন পরিদর্শনে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের মূল সড়কগুলোতে বছরের পর বছর ধরে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। বিষয়টি যেন দেখার কেউ নেই।
অথচ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ সড়কেই ময়লা আবর্জনার স্তুপ সবচেয়ে বেশি। ২০১১ সালে নিজাম উদ্দীন হাজারী ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হলে শহরের পুরনো ডাস্টবিনগুলো ভেঙ্গে নতুন ডাস্টবিন তৈরির উদ্যোগ নেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এ পরিকল্পনা আর আলোর মুখ দেখেনি।
এদিকে বর্তমানে শহরের ময়লা আবর্জনা ফেলার জন্য কোন ডাস্টবিন নেই। কোন কোন স্থানে ড্রেনের উপর দুই পাশে ছোট ওয়াল তৈরি করে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব ডাস্টবিনে ছোট ছোট ভ্যানে করে বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা এনে জড়ো করে এলাকাভিত্তিক ভাড়া করা সুইপাররা। কিন্তু সকাল গড়িয়ে দুপুর আর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও এসব আবর্জনা পরিস্কার করার কোন লোক চোখে পড়ে না।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার নিয়োগকৃত সুইপাররা তাদের খেয়ালখুশি মতো কাজ করেন। এদের নজরদারি করার মতো কেউ নেই। তাই তারা মন চাইলে আবর্জনা পরিষ্কার করে, আবার কখনো কয়েক দিন এভাবে ফেলে রাখে। কয়েক জন সুইপারের সাথে কথা বলা হলে তারা জানান, আবর্জনা পরিস্কার করার বিনিময়ে তাদের যে টাকা দেয়া হয় তাতে তাদের পোষায় না। আবার তাদের ব্যাপারে কেউ খোঁজখবরও নেয় না। ফেনী পৌরসভার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের হাজারো অভিযোগের মধ্যে বর্তমানে বিড়ম্বনার অন্যতম ইস্যু হলো আবর্জনা।
এ নিয়ে সীমাহীন ক্ষুব্ধ নাগরিকরা। ফেনী শহরের ডাক্তারপাড়ার বাসিন্দা নোমান, মিজান কলেজছাত্র আবরার ও কয়েকজন পথচারী জানান, শহরের শহীদুল্লা কায়সার সড়কের পাউবো, এসি মার্কেট, চক্ষু হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোলা ডাস্টবিনে তাদের যাতায়াতে সীমাহীন দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়। শহরের বাণিজ্যিক সড়কে গুরুত্বপূর্ণ হাসপাতাল, ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আবর্জনার স্তুপ পরিবেশ বিষিয়ে তুলেছে। শহরের মুক্ত বাজার, হাকিমসয়ের সামনে, ফেনী প্রেসক্লাবের পাশে তাকিয়া সড়কের মাথায় শহিদ মার্কেট ও একাডেমী সড়কে আবর্জনার স্তুপ থেকে নির্গত দুর্গন্ধে বিপাকে রয়েছে পথচারীরা। এছাড়াও দাউদপুর পৌর কাঁচাবাজার সংলগ্ন সড়কের উপর বিশাল খোলা আবর্জনার স্তুপ। এর ফলে সড়কে জমে থাকা আবর্জনার উপর দিয়ে গাড়ি চলাচলের সময় পিচলে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। এর ফলে পৌর এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এসব বিষয়ে পৌর কতৃপক্ষকে বার বার অভিযোগ করেও কোন ফল পায়নি ফেনী পৌরসভার নাগরিকেরা।
এ বিষয়ে জানতে ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দীনকে ফোন করা হলে তিনি জানান, এগুলো সাময়িক সমস্যা। অচিরেই তা সমাধান করার পাশাপাশি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হবে। তিনি আরো জানান, এসব ময়লা আবর্জনা পরিষ্কারে সুইপার পাওয়া খুবই দুস্কর হয়ে পড়েছে। নতুন করে সুইপার নিয়োগ দেয়ার কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ