বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবৈধভাবে জাটকা সংরক্ষণ ও বিক্রি
সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা মাছ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর সোয়ারীঘাটে এ অভিযান চালানো হয়। মৎস্য অধিদফতর ও র্যাব-১০ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে ২০ টন জাটকা জব্দ করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয় আশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশসহ যেকোনও মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু এরপরও অসাধু কিছু জেলে ও ব্যবসায়ীরা জাটকা ধরে সংরক্ষণ এবং বিক্রি করে আসছিল। গতকাল সায়ারীঘাটে মাছের আড়তে অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ ও ৯ জনকে বিভিন মেয়াদে কারাদÐ ও জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।