প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিতব্য চলচ্চিত্রের শূটিং এ বছরের নভেম্বরে শুরু হবে। মুজিববর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে শ্যাম বেনেগালকে। আর অতুল তিওয়ারী নির্বাচিত হয়েছেন পান্ডুলিপি লেখক হিসেবে। সভায় ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জানান, চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এই প্রকল্পের পটভ‚মি গবেষণার কাজে বাংলাদেশ সফর করবেন। এ কাজে তাকে সহায়তা করবেন বাংলাদেশের পিপলু খান। উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে শ্যাম বেনেগাল বৈঠকেও করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেওয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করবো। দিল্লীতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্যসচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে। উল্লেখ্য, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ইতোমধ্যে সিনেমাটির বাজেট চ‚ড়ান্ত করা হয়েছে। বাজেট করা হয়েছে ৩৫ কোটি রুপি, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৪০ কোটি টাকা। যৌথ প্রযোজনার সিনেমাটিতে ভারত ৪০ ও বাংলাদেশ ৬০ শতাংশ নির্মাণ ব্যয় বহন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।