রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে তার সহযোগী ও স্বজনদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থানার এএসআই মো. নুর আমিনের নেতৃত্বে চার পুলিশ সদস্য নিয়মিত টহলে বের হন। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মন্ডলপাড়া কিছু লোকজন গল্পগুজব করছিলেন। পুলিশের উপস্থিতিতে দেখে এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মো. হাসান আলী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তার পিছু নেয় ও তাকে আটক করে।
এ সময় দেহ তল্লাশি করে ৯৫৫ পিস ইয়ারা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়ারাসহ তাকে অটোরিকশা তুলে পুলিশ থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী হাসানের সহযোগী ও স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে পুলিশের সঙ্গে হামলাকারী ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সৈয়দপুর থানার এএসআই মো. নুর আমিন (৩৫), কনস্টেবল মো. শওকত আলী (৪০), মো. আবু কালাম আজাদ (৩০) ও গণেশ রায় (৩৮) আহত হন।
সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, আটক হাসান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।