Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ইয়াবা কারবারিদের হামলায় ৪ পুলিশ আহত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

নীলফামারীর সৈয়দপুরে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে তার সহযোগী ও স্বজনদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থানার এএসআই মো. নুর আমিনের নেতৃত্বে চার পুলিশ সদস্য নিয়মিত টহলে বের হন। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মন্ডলপাড়া কিছু লোকজন গল্পগুজব করছিলেন। পুলিশের উপস্থিতিতে দেখে এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মো. হাসান আলী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তার পিছু নেয় ও তাকে আটক করে।
এ সময় দেহ তল্লাশি করে ৯৫৫ পিস ইয়ারা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়ারাসহ তাকে অটোরিকশা তুলে পুলিশ থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী হাসানের সহযোগী ও স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে পুলিশের সঙ্গে হামলাকারী ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সৈয়দপুর থানার এএসআই মো. নুর আমিন (৩৫), কনস্টেবল মো. শওকত আলী (৪০), মো. আবু কালাম আজাদ (৩০) ও গণেশ রায় (৩৮) আহত হন।
সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, আটক হাসান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ