Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুরে জেলা পরিষদের দিঘি থেকে অবৈধ বালু উত্তোলন

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

লক্ষীপুরে জেলা পরিষদের দিঘি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে জেলা পরিষদের পুকুর ভরাট করে যাচ্ছে। এতে ওই এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পরিবার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের অফিস, লক্ষীপুর সদর হাসপাতাল, মসজিদ ও জেলা পরিষদের নির্বাহীর বাসভবনসহ দুই গ্রামের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
জানা যায়, লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের প্রভাব খাঁটিয়ে এক ব্যক্তি লক্ষীপুর জেলা পরিষদের নির্বাহীর বাসভবনের উত্তর দক্ষিণ পাশে দিঘির মাঝে ১ টি বড় ড্রেজার মেশিন বসিয়ে দীঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে জেলা পরিষদের পুকুর ভরাট করে যাচ্ছে। এতে এলাকার দোকান পাট, মসজিদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল ও সদর হাসপাতালের কোয়াটারের ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
জেলা পরিষদের আশে-পাশের স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় কেউ তাদের বাধাঁ দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে জেলা পরিষদের দিঘির গভীর থেকে বালু উত্তোলন করছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় আশে পাশের ঘরবাড়ি গ্রামসহ সরকারি স্থাপনা পাড় ভাঙনের ঘটনা ঘটতে পারে যে কোনো মুর্হুতে।
জেলা পরিষদের নিবার্হী কর্মকতা মীর শওকত হোসেনের কাছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানায়, অল্প কিছুদিন হলো আমি যোগদান করেছি এবিষয়ে আমার জানা নেই। অথচ তার বাসভবনের সামনে দিঘি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব চলছে।
এ বিষয়ে জানতে লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ