Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

রমজানে বাজার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে চালানো হচ্ছে ভ্রম্যমাণ আদালতের অভিযান। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ভিন্ন ভিন্ন কয়েকটি অভিযোনে জরিমানা করা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। দেশের নামীদামি ব্র্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে ভেজাল পাওয়া যাওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন হাইকোর্ট। গতকাল বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং জব্দ করার নির্দেশনা চেয়ে জনস্বার্থে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটির (সিসিএস) পক্ষে করা রিটের শুনানিতে এমন হতাশা প্রকাশ করেন আদালত।
খাদ্যদ্রব্যে ভেজাল, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রমনা এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এসময় বেইলী রোডের ‘ফিস কেক’ দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি কর্পোরেশনের নির্ধারিত দামের অতিরিক্ত নেওয়ায় মেরাদিয়া বাজারের মাংস ব্যবসায়ীর এক মণ মাংস জব্দ করে মাদরাসা ও এতিমখানায় বিতরণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযোনে গেলে কাউকে না পেয়ে দোকানে থাকা এক মণ মাংস জব্দ করি। পরে পাশের তিন মাদরাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়।’ এছাড়া বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় রাজধানীর সবুজবাগসহ বিভিন্ন এলাকার ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর আশরাফাবাদ এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে হাবিবা ফুডের কারখানায় চারদিকের ধুলাবালিতে সেমাই তৈরি দেখতে পায় র‌্যাব। অভিযান শেষে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কামরাঙ্গীরচরের বড় গ্রাম এলাকার রহমান গলির সোনিয়া কনজ্যুমার গুডসের কারখানা সিলগালা ও ইসলামনগরের কাদের ফুড প্রোডাক্টস থেকে তিন হাজার কার্টন আইসক্রিম জব্দ করা হয়।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিকভাবে অভিযান চালান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মেয়রের আকস্মিক অভিযানে হকচকিয়ে পড়েন অসাদু ব্যবসায়ীরা। মার্কেটটিতে নির্ধারিত মূল্যের চাইতে বেশি দাম নেওয়ায় একটি গরুর মাংসের দোকানের মালিকের কাছ থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ