বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আন্দোলনরত রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের ৯ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ার দাবী জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন,পাটকল শ্রমিক-কর্মচারীদের পারিশ্রমিক ও বেতন-ভাতা আটকে রেখে সরকার অমানবিক আচরণ করছে। পাটকল শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরি এবং কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। এ অবস্থায় পবিত্র রমজান মাসে হাজার হাজার পাটকল শ্রমিক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকার সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে অথচ রমজান মাসেও শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা বেতন ভাতা পাচ্ছে না। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে পাটকল শ্রমিকদের বকেয়া সকল পারিশ্রমিক ও বেতনভাতা পরিশোধ ও রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের ৯ দফা মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।