বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাগরিক স¤প্রীতির এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে সেই চেতনা আজ ভূলুণ্ঠিত। অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই হুমকির মুখে পড়ায় বিবেকবান মানুষ সংখ্যালঘুতে পরিণত হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় বক্তারা আরো বলেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন অত্যাচারের ঘটনাগুলো ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক।
জাতীয় প্রেসক্লাবে আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাস এই আলোচনা সভার আয়োজন করে। ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ফেসবুক, টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম দুই ধরনের মানুষের হাতে। একটি দল পর্নো ছড়িয়ে দিচ্ছে। আরেক দল ছড়াচ্ছে সা¤প্রদায়িকতা। এর ব্যবহার আমরা দেখেছি। ফেসবুকে এই সা¤প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার মাধ্যমে কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর তাÐব চালানো হয়েছে। এভাবে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে। সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর প্রতিনিয়ত নির্যাতন, জুলুমের ঘটনা ঘটছে। তারা নিপীড়িত হচ্ছেন। তাদের ভূমি জবরদখল করা হচ্ছে। তাদের মানবাধিকার রক্ষায় সরকার উদাসীন।
আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের টেকনোক্স্যাট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, সংখ্যালঘু মানুষের সম্পদ হরণ করা হচ্ছে। সংখ্যালঘুদের যেন সম্পদ থাকাটা একটা অপরাধ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি রানা দাশগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশ সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। কিন্তু সমাজে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার দিকে তাকালে মনে হয়, আমরা যেন পাকিস্তানি ধ্যানধারণা বা আদর্শ ভুলতে পারছি না। দেশে রাজনীতি নিজেই অসুস্থ হয়ে পড়েছে।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশে যে নাগরিক স¤প্রীতি প্রতিষ্ঠা পায়, সেই চেতনা আজ ভূলুণ্ঠিত। সাবেক প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে দেশে প্রতিটি বিবেকবান মানুষ সংখ্যালঘুতে পরিণত হয়েছে। সমাজে সত্যি কথা বলতে গেলে বা অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তার ওপরে নেমে আসছে হুমকি। ফজলে হোসেন বাদশা বলেন, দেশে এখন নীরব সা¤প্রদায়িকতা চলছে।
নাগরিক স¤প্রীতি সভায় আরও বক্তৃতা করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও ইন্টার রিলিজিয়ান হারমোনী সোসাইটির মহাসচিব মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।