Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে এক দশক পর ফুটলো নাইট কুইন

ইবি রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে দুর্লভ নাইট কুইন ফুল ফুটেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে ফুলটি তার সৌন্দর্য মেলে ধরে। দীর্ঘ ১৪ বছর পর তৃতীয় বারের মত ইবিতে এ ফুল ফুটল।
জানা যায়, ২০০২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ৪০২ নাম্বার রুমের সামনে গাছটি লাগানো হয়েছিল। ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি (২০০৬) শেখ রিয়াজ উদ্দিন গাছটি লাগিয়ে প্রায় ৬ বছর পরিচর্যা করেন। ২০০৪ সালে প্রথমবার গাছটিতে দেখা মেলে নাইন কুইন। পরের বছর একসাথে ৩টি ফুল ফুটে দ্বিতীয় বার। এরপর একে একে প্রায় ১৪টি বছর পর আবারো মঙ্গলবার তৃতীয় বার ফুল ফুটল। বর্তমানে গাছটির দেখাশুনা করেন সাংবাদিক সমিতির সদস্যরা। অনেকের মতে, নাইট কুইনকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। তাই এ ফুলটি দেখতে উৎসুক ছিলেন হলের বিভিন্ন শিক্ষার্থীরা। সকাল হতেই চিরাচরিত নিয়ম অনুযায়ী চুপসে যায় রাতের রাণী খ্যাত এ ফুলটি। গাছের রোপনকারী শেখ রিয়াজ উদ্দিন বলেন, ‘নাইট কুইন খুব দুষ্প্রাপ্য ফুল। সৌন্দর্যের প্রতিক হিসেবে গাছটি লাগিয়ে ছিলাম। আমাদের পরিবেশকে সুন্দর রাখতে আমাদের সবারই এগিয়ে আসা উচিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ