Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্যোগে প্রশংসনীয় ভ‚মিকা রাখছে রেড ক্রিসেন্ট রাজশাহীতে মেয়র লিটন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

 রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সিটি ইউনিট চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, যেকোন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকে রেড ক্রিসেন্ট। অতিপ্রবল ঘুর্ণিঝড় ফণী মোকাবেলায়ও প্রস্তুত ছিলো রেড ক্রিসেন্টের যুবকরা। আমি এটি নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে বেশ কিছুক্ষেত্রে সারাদেশে মডেল হয়েছে। আগামীতে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট সারাদেশের মধ্যে অনুসরণী ইউনিট হিসেবে পরিণত হবে।
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০১৯, মহামতি জি¦ন হেনরি ডুনান্ট এর ১৯১তম জন্মদিন উপলক্ষে গতকাল সকালে নগরভবন সিটি হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার সভাপতিত্ব করেন মেয়র।
মেয়র বলেন, দেশে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ চলমান আছে। তবে দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা বেড়েছে। এটি আমাদের এটি অর্জন। এই অর্জনের পেছনে রেড ক্রিসেন্টেরও ভ‚মিকা আছে।
সভায় আরো বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু ও রাজশাহী কলেজের প্রফেসর আব্দুল সালাম। অন্যদের আরো উপস্থিত ছিলেন রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ লাইলী খাতুন, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুলের শিক্ষক জ্যো¯œা খাতুন, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রনব কুমার সান্যাল, রাজশাহী সরকারী মহিলা কলেজের শিক্ষক ফাতেমাতুজ্জোহরাসহ বিভিন্ন স্কুল পড়–য়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ও জেলা ইউনিটের ইউনিট অফিসার বাকী বিল্লাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ