বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে শেরেবাংলা নগরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ার রায়পাড়া এলাকায়। তার বাবার নাম দানেশ মিয়া বলে জানা গেছে।
র্যাবের দাবি, আশরাফ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫শ’ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, যশোর থেকে প্রাইভেটকারে করে মাদক আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তিনটি প্রধান সড়কে চেকপোস্ট বসায় র্যাব-২ এর পৃথক দর। রাত আড়াইটার দিকে একটি প্রাইভেটকার শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতারের সামনে চেকপোস্ট দেখে পালিয়ে যাওয়ার জন্য জোরে গাড়ি টান দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় র্যাবের সদস্যরা গাড়িটির দিকে এগিয়ে গেলে গাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। এছাড়া গাড়িতে থাকা আরও দু’জন পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।