Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দর ও টার্মিনাল খাতে বিনিয়োগে সউদী আরবের আগ্রহ প্রকাশ

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

সউদী পোর্ট অপারেটর অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রæপ রেড সী গেটওয়ে টার্মিনাল-আরএসজেটি বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রাবন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে আরএসজেটি’র সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী সউদীর বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সউদী আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ