Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ মুক্তি পাচ্ছে

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

আগামীকাল শুক্রবার বলিউডের অতিপ্রতীক্ষিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ মুক্তি পাচ্ছে। একই দিন মুক্তি পাবে ‘ছোটা ভীম কুংফু ধামাকা’। দুটি ফিল্মই সিকুয়েল। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মূল চলচ্চিত্রের সিকুয়েল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ মুক্তি পাচ্ছে ফক্স স্টার স্টুডিওজ এবং ধর্ম প্রডাকশন্সের ব্যানারে। রোমান্স ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। পুনিত মালহোত্রার পরিচালনায় অভিনয় করেছেন টাইগার মালহোত্রা, তারা সুতারিয়া, অনন্যা পান্ডে, আদিত্য সিল, ফরিদা জালাল, মনোজ পাহভা আর দুটি বিশেষ দৃশ্যে আলিয়া ভাট এবং উইল স্মিথ। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল দাদলানি, শেখর রাবজিয়ানি এবং আর ডি বর্মণ (‘জওয়ানি সঙ’)। ‘ছোটা ভীম’ সিরিজের চতুর্থ ফিল্ম ‘কুং ফু ধামাকা’ মুক্তি পাচ্ছে গ্রিন গোল্ড এনিমেশনের ব্যানারে। এনিমেটেড অ্যাডভেঞ্চার ফিল্মটি প্রযোজনা করেছেন রাজীব চিলাকা, সমীর জৈন এবং শ্রীনিবাস চিলাকালাপুড়ি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব চিলাকা। চলচ্চিত্রটি পরিবেশনায় দায়িত্বে আছে যশ রাজ ফিল্মস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ