প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের তিনটি ফিল্ম মুক্তি পেয়েছ। ‘ব্ল্যাঙ্ক’, ‘সেটার্স’ এবং ‘নাইন্টিন সেভেন্টি এইট- আ টিন নাইট আউট’ ফিল্ম তিনটির প্রথম দুটি কিছু আয় করতে পেরেছে আর প্রথমটির আয়ই শুধু উল্লেখ করার মত। প্রথম দুটি ফিল্ম কিছুটা প্রশংসিত হলেও স্বল্প প্রচার এবং ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেইম’ নিয়ে আগ্রহের কারণে বাণিজ্যিকভাবে মার খেয়েছে। বেহজাদ খামবাতা পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘ব্ল্যাঙ্ক’-এ অভিনয় করেছেন করণ কাপাডিয়া, সানি দেওল, আমজাদ খান, ঈশিতা দত্ত এবং করণবীর শর্মা। প্রথম দিন ফিল্মটির আয় ৯৭ লাখ রুপি। শনিবার আর রবিবারের আয় যথাক্রমে ১.১৭ কোটি রুপি এবং ১.৫৮ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৩.৭২ কোটি রুপি। মঙ্গলবার পর্যন্ত ফিল্মটির আয় ৪.৫ কোটি রুপি। অশ্বিনী চৌধারি পরিচালিত ড্রামা ফিল্ম ‘সেটার্স’-এ অভিনয় করেছেন আফতাব শিবদাসানি, ঈশিতা দত্ত, শ্রেয়াস তালপাডে, সোনালি সেহগাল, পবন মালহোত্রা, বিজয় রাজ, জামিল খান এবং মনু ঋষি চাদা। এই ফিল্মটি মঙ্গলবার পর্যন্ত আয় করছে ১ কোটি রুপির কম। হরর ফিল্ম ‘নাইন্টিন সেভেন্টি এইট- আ টিন নাইট আউট’ পরিচালনা করেছেন আজিজ জি; ফিল্মটিতে অভিনয় করেছেন যশ রাজপারিয়া, মুসকান টোমার, মালিহা মাল্লা, গৌরব শর্মা, বৈষ্ণবী কদম, ঋষভ রাজ এবং রোহিত মুগুল্লা। অধিকাংশ একক পর্দা থেকে ফিল্মটি কম আয়ের কারণে সরিয়ে নেয়া হয়েছে কিছু মাল্টিপ্লেক্সে ফিল্মটি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।