বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর পুরান ঢাকায় মাহজাবিন সুলতানা মিথিলা (১৪) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ২টার দিকে নাজিমুদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছে, এসএসসি পরীক্ষায় কাক্সিক্ষত ফল না পাওয়ায় মিথিলা আত্মহত্যা করেছে।
পরিবার জানায়, মিথিলা গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক রাত ৩টার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা মোস্তফা কামাল জানান, মিথিলা বংশালের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। গত সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়। সে ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়। তবে তার আশা ছিল জিপিএ-৫ পাবে। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় এবং তার অনেক বন্ধু জিপিএ-৫ পাওয়ায় রেজাল্ট প্রকাশের পর থেকে তার মন খুব খারাপ ছিল। বারবার সে এসব কথাই বলছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।