Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে বারো আউলিয়ার চট্টগ্রামে ভিন্নরকম আবহ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

পবিত্র মাহে রমজানের শুরুতেই বারো আউলিয়ার পুণ্যভ‚মি চট্টগ্রামে ভিন্নরকম আবহ। পাল্টে গেছে দৃশ্যপট-সর্বত্রই ইসলামি সাংস্কৃতির অনুপম সৌন্দর্য। আযান হতেই একসাথে ইফতার। গতকাল প্রথম ইফতারে ছিলো নানা আয়োজন।
বাসা-বাড়ি, মসজিদে একসাথে ইফতার করেন অনেকে। প্রতিবারের মতো এবারও নগরীর বেশিরভাগ মসজিদে সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়েছে। ধনী-গরীব শ্রেণি পেশা নির্বিশেষে রোজাদারেরা শরিক হন মসজিদের ইফতারে। মসজিদ কমিটির আয়োজনে ইফতারের ব্যবস্থা হলেও অনেকে বাসা-বাড়িতে তৈরী ইফতার নিয়ে হাজির হন।
এককাতারে বসে ইফতারের আনন্দই যেন অন্যরকম। নগরীর পাড়া-মহল্লা আবাসিক এলাকা আর ফ্ল্যাটবাড়িতেও প্রতিবেশিদের মাঝে ইফতার বিতরণ করেন অনেকে। নগরবাসী প্রথম রমজানের ইফতারে পরিবারের সদস্যদের সাথে শরিক হতে আগেই বাসা-বাড়িতে ফিরেন। নগরীর হোটেল-রেস্তোঁরা থেকে শুরু করে ব্যস্ততম মোড়েও বিক্রি হয় হরেক ইফতার সামগ্রী। ফেরার পথে অনেকে কিনে নেন নানা আইটেম। ইফতার শেষে মুসল্লিরা ছুটেন মসজিদে। মাগরিবের নামাজ শেষে চলে ইশা আর তারাবির প্রস্তুতি। ইশার আযান হতেই মুসল্লিরা ছুটছেন মসজিদে। নামাজে উপচে পড়া ভিড়। তারাবির নামাজে মুসল্লিদের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়। মাহে রমজানের চাঁদ দেখার পর থেকে নগরীর মসজিদে মসজিদে মুসল্লির ভিড় বাড়তে থাকে। আযানের আগেই অনেকে মসজিদে হাজির হচ্ছেন। করছেন কোরআন তিলাওয়াত। কেউ আবার নফল ইবাদত করছেন।
অফিস-আদালত, ব্যাংক-বীমায়ও নামাজের সুব্যবস্থা করা হয়েছে। বাসা বাড়িতে চলছে কোরআন তিলাওয়াত। প্রতিবারের মতো এবারও দিনের বেলায় বন্ধ হোটেল রে¯েঁÍারা। অফিস-আদালত পাড়া, রেলস্টেশন, বাস টার্মিনাল, গণপরিবহন সর্বত্রই মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেষ্ট সবাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ