Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের শুরুতেই সড়কে ঝরল ৫ প্রাণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

ভোর ৫টা ঢাকা থেকে নওগাঁগামী আর বি ট্রাভেলস কোচটি বাজারদীঘি নামক স্থানে পৌছুলে বাসের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে থাকা তাল গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহত হন নারীসহ দুজন। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় বাস ও মোটরবাইকের সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। অন্যদিকে ঝিনাইদহ পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন:
কক্সবাজার ব্যুরো জানান : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আসিফ কামাল ইমরান নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহত ইমরান ঈদগাঁও কালির ছড়া এলাকার আবু তাহেরের ছেলে এবং ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদরাসা থেকে সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় উত্তীর্ণ।
ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেক জনকে ডুলহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল ঈদগাঁও কলির ছড়া এলাকার নুরুর ছেলে শামীম, শামসুল আলমের ছেলে রাহুল ও আলমের ছেলে জয়নাল। তাদের মধ্যে শামীম ও রাহুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানায়: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি বাসষ্ট্যান্ড এলাকায় মঙ্গলবার ভোরে ঢাকা থেকে নওগাঁ গামী আর বি ট্রাভেলস কোচ দুর্ঘটনায় হেলপার আরিফ শেখ (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ ৩ জন যাত্রী আহত হয়েছে। জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার ভোর ৫টায় ঢাকা থেকে নওগাঁ গামী আর বি ট্রাভেলস কোচটি উপজেলার বাজারদীঘি পৌছুলে চালক কোচটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কোচটি রাস্তার পার্শ্বে তাল গাছের সাথে ধাক্কা খায়। কোচের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয় ঘটনাস্থলেই কোচটির হেলপার নওগাঁর রানীনগর উপজেলার ভবানিপুর শেখপাড়ার রহিদুল ইসলামের ছেলে আরিফ শেখ (৩৫) নিহত হয়।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানায় : ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ