Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে রাসিক মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান একসাথে ৩৭ হাজার প্রাইমারী স্কুলকে জাতীয়করণ করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে ২৬ হাজার প্রাইমারী স্কুলকে জাতীয়করণ করেছেন। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের যে সূচনা আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, এর ধারাবাহিকতায় দেশ এখন প্রায় ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে এদেশের মানুষ। পিটিআই এর সুপারিনটেনডেন্ট অঞ্জনা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, পিটিআই ইনস্ট্রাক্টর (সাধারণ) তোজাম্মেল হক। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ