Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লবণ কারখানার কাজ বন্ধ করলেন পৌর কাউন্সিলর

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

রমজানের প্রথম দিনেই ঝালকাঠিতে একটি লবন কারখানার উৎপাদন ও কাঁচামাল ওঠানামার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। সোমবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবিরের নির্দেশে তার লোকজন গিয়ে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার শরীফ সল্ট কারখানায় কাচামাল ওঠানামা বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েন কারখানার মালিক ও শ্রমিকরা। কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানার মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, ঝালকাঠির ‘শরীফ সল্ট’ দক্ষিণাঞ্চলের বিখ্যাত লবন। দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত বড় বড় ট্রলারে কক্সবাজার থেকে কাঁচামাল এনে কারখানাটিতে উৎপাদন করা হয় বিশুদ্ধ লবন। কারখানাটি শহরের ৭ নম্বর ওয়ার্ডে হওয়ায় স্থানীয় কাউন্সিলর ও ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির অনৈতিক দাবি করে আসছিল কারখানার মালিক যুবলীগ নেতা কামাল শরীফের কাছে। এসব অনৈতিক দাবি না মানায় সোমবার সকালে কাউন্সিলর ও শ্রমিকনেতা হুমায়ুন কবিরের নির্দেশে সবুজ খান লোকজন নিয়ে কারখানায় কাঁচামাল উঠানামা বন্ধ করে দেয়।
এতে বন্ধ হয়ে যায় কারখানাটির উৎপাদন কাজ। কারখানায় কাজ না থাকায় রমজানের প্রথম দিনেই বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শরীফ সল্টের মালিক কামাল শরীফ।
কারখানার শ্রমিক কদম আলী বলেন, মে দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির শরীফ সল্ট বন্ধ করার ঘোষণা দেন। এ কারখানায় কোন শ্রমিক যেন কাজ না করে, সেই নির্দেশও দেন তিনি। শ্রমিকরা কাজ করলে তাদের সদস্য পদ বাতিলের হুমকিও দেয় হুমায়ুন কবির। এরপরও আমরা কারখানা চালু রেখেছিলাম।
শরীফ সল্টের মালিক কামাল শরীফ বলেন, তিনি আমার কাছে অনৈক দাবি করেছিলেন। আমি তা পূরণ করিনি বিধায় কারখানার শ্রমিকদের কাজে বাধা দিচ্ছেন। এমনকি আমার কারখানায় কাঁচামাল ওঠানামাও বন্ধ করে দেন তিনি। আমি ইতোপূর্বে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছিলাম। এতে তিনি আরো ক্ষিপ্ত হয়েছেন। এ ব্যাপারে কাউন্সিলর ও শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, নিজেরাই কারখানা বন্ধ করে অহেতুক আমাকে দোষারোপ করছে। আমরা কোন কারখানা বন্ধ করিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ