Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা হেফাজত নিয়ে হাইকোর্টের রুল জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

নিরাপত্তা হেফাজত নিয়ে বিচারিক নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে লিরা বড়ুয়া নামের এক ভিকটিমকে আইন বহির্ভূতভাবে নিরাপত্তা হেফাজতে দেওয়া ম্যাজিস্ট্রেটের (ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) আদেশ কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহিলা পরিষদসহ মোট ৬জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। লিরা বড়ুয়ার বাবার দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নিরাপত্তা হেফাজতে থাকা বৌদ্ধ ধর্মাবলম্বী লিরা বড়ুয়াকে ধর্মান্তরিত করার ব্যাখ্যা চেয়ে একটি আইনি নোটিশ পাঠান লিরার বাবা দেবব্রত বড়ুয়া। ওই নোটিশে বলা হয়, ২০১৮ সালের ৩০ অক্টোবর লিরা বড়ুয়া নিজ বাসা বের হয়ে যায়। এরপর গত ৩ নভেম্বর লিরা তার নিজের নিরাপত্তা হেফাজত চেয়ে রমনা থানায় আবেদন জানায়। পরদিন থানা থেকে লিরাকে নিরাপত্তা হেফাজত দেওয়ার কথা বলা হলেও ওইদিন লিরা কোথায় ছিল, তার কোনও জবাব পাওয়া যায়নি। এরপর পুলিশ লিরাকে ৫ নভেম্বর আদালতে উপস্থাপন করে এবং তার নিরাপত্তা হেফাজতের জন্য আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতে লিরাকে বাংলাদেশ মহিলা পরিষদের নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশ অনুসারে বাংলাদেশ মহিলা পরিষদ লিরাকে তাদের হেফাজতে রাখে। কিন্তু এর দুই মাস পর এ বিষয়ে আদালতে শুনানির দিন নির্ধারণ থাকলেও লিরার অসুস্থতার কারণে তাকে আর আদালতে হাজির করা হয়নি। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বলেন, নিরাপত্তা হেফাজত হলো এক প্রকারের কারাগার। অথচ সেই নিরাপত্তা হেফাজতে থাকাকালেই লিরা বড়ুয়া কীভাবে লিরা ইয়াসমিন হলো আইনি নোটিশে তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে আদালত কিংবা অন্য কোথাও লিরার ধর্মান্তরিত হওয়ার তথ্য-প্রমাণ এবং লিরার অবস্থান সম্পর্কে তার বাবা-মাকে অবহিত করতে নোটিশে অনুরোধ জানানো হয়। অন্যথায় প্রতিকার চেয়ে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
উল্লেখ গত বছরের ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া লিরা বড়ুয়াকে মহিলা পরিষদের নিরাপত্তা হেফাজতে দেওয়ার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার বাবা রিট দায়ের করেন। গত ৫ মে দায়ের হওয়া ওই রিটের শুনানি নিয়ে এই রুল জারি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ