Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরহানউদ্দিন কামিল মাদরাসায় শতভাগ পাসের রেকর্ড

বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

ভোলার বোরহানউদ্দিনে গত সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে উপজেলার ৩৮টি মাদরাসার মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে বোরহানউদ্দিন কামিল মাদরাসায়। উপজেলার মাধ্যমিক পর্যায়ে অন্য কোন প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করেনি। প্রায় শত বছর বয়সী ওই মাদরাসার ভাইস প্রিন্সিপাল এএইচএম অলিউল্যাহ জানান, সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে ৬২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন এবং সবাই পাশ করেছে। এদের মধ্যে দুইজন সাধারণ বিভাগ হতে জিপিএ-৫ পেয়েছে। শিক্ষার্থীদের সামর্থ্য মাফিক পাঠদান ও যথাযথ পরিচর্যার ফলে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। মাদরাসার প্রিন্সিপাল এবি আহমদ উল্যাহ আনছারী জানান, শিক্ষার্থীদের দশম শ্রেণির মাঝামাঝি সময়ে আমাদের শিক্ষকদের নিয়ে মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করি। শিক্ষকদের ঐকান্তিক সহযোগিতায় পরিকল্পনা বাস্তবায়ন ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী রাখার ফলে শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ