Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভ্যাট আইনের প্রতিবাদে ৩০ মে দোকান বন্ধ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : নতুন আইন কার্যকরের মাধ্যমে পণ্য বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় বন্ধের দাবিতে বুধবারের পরিবর্তে আগামী ৩০ মে এক ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে দোকান মালিকরা। মঙ্গলবার মতিঝিলে ফেডারেশন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মওলা জানান, এর আগে আমরা ২৫ মে বুধবার সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলাম। মঙ্গলবারের বৈঠকে তা পরিবর্তন করে ৩০ মে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ওই দিন সারা দেশে দুপুর ১২টা থেকে ১ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখা হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। নতুন ভ্যাট আইনে আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। তাতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে। তিনি বলেন, আমরা এই ভ্যাট প্রত্যাহার করে বর্তমানে বিদ্যমান প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে কর্মসূচি পালন করব। ভ্যাটের এই হার অনেক বেশি দাবি করে গোলাম মওলা বলেন, ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এ ছাড়া বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা হিসাব-নিকাশের ক্ষেত্রে সমস্যায় পড়বেন দাবি করে আগের মতো ‘প্যাকেজ ভ্যাট’ চালু রাখার দাবি করে আসছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাট আইনের প্রতিবাদে ৩০ মে দোকান বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ