Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনিয়া হোসেইনের উপস্থাপনায় ঈদ কেনাকাটা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইনের উপস্থাপনায় এবারের রমজানেও ঈদ কেনাকাটা নিয়ে অনুষ্ঠান প্রচার হচ্ছে। রোজার প্রতিদিন একুশে টিভিতে বিকেল চারটা পনেরো মিনিটে প্রচার হচ্ছে সোনিয়া হোসেইনের উপস্থাপনায় ‘ঈদ কেনাকাটা’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির বিষয়বস্তু প্রসঙ্গে সোনিয়া হোসেইন জানান, এই অনুষ্ঠানে প্রখ্যাত ডিজাইনারদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি তাদের ডিজাইন করা কাপড়গুলো সম্পর্কে বিভিন্ন তথ্য ক্রেতাদের জানান এবং ঈদে কোথায় কি কি নতুন পোশাক কোথায় পাওয়া যাবে সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সোনিয়া হোসেইন বলেন, ‘অভিনয় আমার ভালোলাগা ভালোবাসা। তবে এর পাশাপাশি উপস্থাপনাতেও আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ উপস্থাপনা করতে গেলে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হয়। এটি জ্ঞানের এক অন্য দুনিয়া যা আমাকে দারুণভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানটির উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। আমার বিশ্বাস, ক্রেতাদের জন্য এটি একটি উপকারী অনুষ্ঠান হবে এটি।’ সোনিয়া জানান পুরো রমজান মাসজুড়েই অনুষ্ঠানটি প্রচার হবে একুশে টিভির পর্দায়। এদিকে প্রতি শনিবার রাত আটটায় এশিয়ান টিভিতে ‘সেলিব্রিটি কুক’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন সোনিয়া হোসেইন। এটি একেবারেই নতুন একটি অনুষ্ঠান বলে জানান তিনি। এছাড়াও বাংলাভিশনের ‘টপ ট্র্যাক’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ