Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রবীন্দ্র জন্মবার্ষিকীতে অনিমার ব্যস্ততা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

আজ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক চ্যানেলে সঙ্গীত পরিবেশন ও আলাপচারিতায় অংশ নিয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। এর মধ্যে রয়েছে প্রথমবারের মতো অনিমা একমঞ্চে গেয়েছেন দেশের ৩ শীর্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং অণিমা রায়। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। অণিমা বলেন, আমি যাদের কাছ থেকে শিখেছি, যাদের অনুপ্রেরণায় আমি রবীন্দ্রচর্চা করি তাদের সাথে এমন দারুণ আয়োজনের উদ্যোগ নেবার জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ। আমি বিচ্ছিন্নভাবে এর আগে সাদী ভাই, বন্যা আপার সাথে কাজ করেছি, গেয়েছি। কিন্তু আমার দুই গুরুর সাথে একমঞ্চে এটিই প্রথম কাজ। আশা করছি, দর্শকরাও দারুণভাবে উপভোগ করবেন এই আয়োজনটি। রাত ৮ টায় প্রচার হবে এই অনুষ্ঠানটি। এছাড়া আরও অন্যান্য অনুষ্ঠানেও গাইবেন অনিমা। অণিমা তার এই ব্যস্ততা প্রসঙ্গে বলেন, দিবস ভিত্তিক গণমাধ্যমে এই অতি ব্যস্ততার বিরোধী আমি সবসময়ই। কারণ রবীন্দ্রগান তার সাহিত্যসহ সকল কাজকর্ম নিয়ে চর্চাটা গণমাধ্যমে নিয়মিত হলেই তাকে প্রকৃত সম্মান দেয়া হবে। এবারের জন্মজয়ন্তী উপলক্ষে গান বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী তালিকার পাশাপাশি শ্রোতা-দর্শকদের চাহিদামতো গানও করার ইচ্ছে রয়েছে। আমি মনে করি, একজন শিল্পী হিসেবে শুধু রবীন্দ্রগান গাওয়াই নয় তার মূল্যবোধের চর্চা করাটাও আমার দায়িত্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ