Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হবে ‘গাদার’-এর সিকুয়েল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

সানি দেওল এবং আমিশা পাটেল অভিনীত ২০০১ সালের বøকবাস্টার ‘গাদার : এক প্রেম কথা’র সিকুয়েল নির্মিত হবে। আসন্ন চলচ্চিত্রটি মূল কাহিনীর অনুসরণে নির্মিত হবে। মূল ফিল্মটি নির্মিত হয়েছিল ১৯৪৭ সালের ভারত বিভাগের সময় এক ভারতীয় শিখ তরুণ এবং মুসলমান তরুণীর প্রেম নিয়ে। অনিল শর্মা পরিচালিত ‘গাদার : এক প্রেম কথা’ বলিউডের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের একটি। ২০০১ সালে মুক্তি পাবার পর থেকে ১৭ কোটি দর্শক এটি উপভোগ করেছে এবং ফিল্মটি আয় করেছে ২৫৬ কোটি রুপি। “আমরা ১৫ বছর ধরে ‘গাদার’-এর সিকুয়েল নিয়ে কাজ করে যাচ্ছি। ‘গাদার ২’ হবে তারা (সানি), সাকিনা (আমিশা) এবং তাদের ছেলে জিতের গল্প। ভারত-পাকিস্তানের প্রেক্ষাপটে নতুন ফিল্মটি নির্মিত হবে, নয়তো এটি অসম্পূর্ণ রয়ে যাবে,” চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে। এই সূত্র আরও বলেছে, “এর শিল্পী একই থাকবে ঠিক যেমন দেখা গেছে ‘বাহুবলি’, ‘র‌্যাম্বো’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ইত্যাদি ফিল্মগুলোতে, এখনও আমরা এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারছি না।” ‘গাদার : এক প্রেমকথা’তে আরও অভিনয় করেছেন অমরিশ পুরি এবং লিলেট দুবে। অনিলের পরিচালনায় এছাড়াও সানি অভিনীত ‘আপনে’ (২০০৯) ফিল্মটির সিকুয়েলের শুটিং শুরু হয়েছে। মূল ফিল্মে তিন দেওল- সানি, ববি এবং তাদের বাবা ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ