Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাস্টিন বিবার-ইউটিউব ‘অতিগোপন’ চুক্তি

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

গায়ক জাস্টিন বিবার এবং ইউটিউবের মধ্যে এক ‘অতিগোপন’ প্রজেক্টে সহযোগিতার চুক্তি হয়েছে। এই চুক্তি জনসমক্ষে আসবে আগামী বছর। এই অজানা নামের প্রজেক্টটির বিষদ সযতেœ গোপন রাখা হয়েছে। ইউটিউবের এই প্রজেক্টটি বিবারের জন্য ঘরে ফেরার মত হবে কারণ ভিডিও এই ইউটিউবেই স্ট্রিম করার মাধ্যমে তার ক্যারিয়ারের সূচনা হয়েছিল। বিবার একসময় বিভিন্ন জনপ্রিয় গান কাভার করে ইউটিউবে আপলোড করতেন। পরে তিনি সঙ্গীত উদ্যোক্তা স্কুটার ব্রনের নজরে আসেন। ব্রনই বিবারকে রেকর্ডিং শিল্পে পরিচয় করিয়ে দেন। বিবার নিজেকে সেভাবে চলচ্চিত্র বা টিভিতে জড়াননি বরং তিনি ২০১৩তে ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে উপস্থাপক ও কণ্ঠশিল্পী অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এছাড়া জন এম. চু’র পরিচালনায় থ্রিডি বায়োপিক-কনসার্ট ফিল্ম ‘জাস্টিন বিবার : নেভার সে নেভার’-এ অংশ নিয়েছেন। স্ট্রিমিং ওয়েবসাইটটি ‘কোবরা কাই’ এবং ‘কেভিন হার্ট : হোয়াট দ্য ফিট’-এর নবায়নের ঘোষণা দেবার পরই বিবারের সঙ্গে এই চুক্তির কথা প্রকাশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ