রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এসএসসি পরীক্ষায় ফেল করায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. রকিবুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া ব্রিজ এলাকায় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। নিহত শিক্ষার্থীর বাড়ি পাশবর্তী নান্দাইল উপজেলার বীর কমাটখালী গ্রামের। তার বাবার নাম বুলবুল মিয়ার। শিক্ষার্থী রকিবুল ইসলাম বাবা-মায়ের এক মাত্র ছেলে এবং বীর কমাটখালী জেবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রকিবুল ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নান্দাইল উপজেলার বীর কমাটখালী জেবি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্র হিসেবে অংশ গ্রহণ করে। গত সোমবার এসএসসি পরীক্ষার ফলাফলের গণিত বিষয়ে ফেল করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এক পর্যায় বাড়ি থেকে বের হয়ে গফরগাঁও এসে বাসুটিয়া ব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রকিব আত্মহত্যা করে। গফরগাঁও জের আরপি ফাঁড়ি ইনচার্জ এসই শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।