Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে পবিত্র মাহে রমজানের অনুষ্ঠানমালা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

পবিত্র মাহে রমজানের মাসজুড়ে চ্যানেল আই প্রচার করবে রমজানের তাৎপর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় প্রচার হবে সেহরী পূর্ব অনুষ্ঠান ‘খতমে কোরআন’ এবং দেশের প্রখ্যাত ইসলামী চিন্তবিদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘মাহে রমজান ও সাহরী’। প্রতিদিন ইফতার পূর্ব অনুষ্ঠান ‘হামদ্ ও নাত’ প্রচার হবে বিকেল ৫.১০ মিনিটে। ‘মাতা, পিতা ও সন্তান’ প্রচার হবে বিকেল ৫.১৫ মিনিটে। অনুষ্ঠানটি গবেষণা ও উপস্থাপনা করছেন অধ্যাপক ড. এম শমসের আলী এবং পরিচালনা করেছেন মোসাদ্দেক হাসান। চ্যানেল আই’র বিশেষ আয়োজন ‘রমজানুল মুবারক’ ও ‘কাফেলা’। রমজানুল মুবারক -এর বিষয়গুলো হলো- দর্শকদের অংশগ্রহণে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানেরই প্রধান আকর্ষণীয় পর্ব ‘কাফেলা’। ‘কাফেলা’য় দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক নিদর্শনসমূহ। প্রচার হবে প্রতিদিন বিকেল ৫.৪৫ মিনিটে। উপস্থাপনা করছেন মাওলানা আহমাদ রেজা ফারুকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ