Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার পরিচালনায় আনিসুর রহমান মিলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

এবার পরিচালনায় নাম লেখালেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এবারের ঈদের জন্য তিনি একটি সাত পর্বের ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। ধারাবাহিকটির নাম আব্বা উকিল ডাকবো। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিপ্লব হায়দার। পরিচালনা প্রসঙ্গে মিলন বলেন, আমি মঞ্চে অভিনয় করে টেলিভিশনে বা চলচ্চিত্রতে অভিনয় করেছি। মনের ভেতরের বাসনা থেকেই ঈদ উপলক্ষে নাটক পরিচালনা করছি। এটি ভক্তদের জন্য বিশেষ উপহার আমার। তবে পরিচালনায় আপাতত নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। আমি অভিনয় করতেই বেশি আনন্দ পাই। তবে বিশেষ দিবস বা উপলক্ষে চেষ্টা করই যেতেই পারে। পরিচালনা খুব চ্যালেঞ্জিং একটা কাজ। এতে অনেক চিন্তা-ভাবনা ও সময় দিতে হয়। মিলন জানান এ নাটকে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আমিরুল হক, মম, ফারুক আহমেদ, আ খ ম হাছান, নাজিরা আহমেদ মৌ, ওয়াহিদ ইকবাল মার্শাল, শবনম পারভিন, সুমিসহ একঝাঁক প্রিয়মুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ