Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা -ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:৩৩ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গিবাদ একটি  বৈশ্বিক সমস্যা। এটা কোন এক দেশের সমস্যা না। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাউন্টার টেরোরিজ অ্যান্ড ক্রাইম ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘রিপোর্টিং অন টেররিজম’ ওয়ার্কশপ প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। 
 
আসাদুজ্জামান মিয়া বলেন, মূলত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক টানাপোড়নের কারণেই জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। বিশ্ববাসীর জন্য জঙ্গিবাদ একটি অশনিসংকেত। এই জঙ্গিবাদ রুখতে আমাদের কি করণীয় বা আমাদের কি কর্মসূচি হবে তা নিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার। 
 
ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের কোন দেশই টেরোরিজম রুখতে পারেনি, যেটা আমরা করেছি। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সবসময় এই বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।
 
জঙ্গিবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মিডিয়া বড় ধরণের অবদান রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি কমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ