Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুলতানা কামালের পর শাহরিয়ার ও মুনতাসীরকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ প্রফেসর মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।
আইএস সমর্থিত বাংলা সাময়িকী লোন উলফ-এর মার্চ সংখ্যায় ওই হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সুলতানা কামাল ও মুনতাসীর মামুন ধানমন্ডি থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর পুলিশ তাদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোন উলফে সুলতানা কামালকে হত্যার বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় জিডি করেন সুলতানা কামাল। ওই পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে। এর আগে গত বছরের মার্চে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করেছিল বলেও উল্লেখ আছে ওই মুখপত্রে।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, হুমকির ঘটনায় প্রথমে সুলতানা কামাল ও পরে মুনতাসীর মামুন জিডি করেছেন। গত শনিবার সন্ধ্যায় সুলতানা কামাল ও গতকাল রোববার বেলা ১টায় মুনতাসীর মামুন জিডি করেন। জিডির পর তাদের দু’জনের নিরাপত্তা জোরদারে বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। এ ছাড়া ধানমন্ডিতে তাদের বাসার আশপাশে দায়িত্ব পালন করা টহল পুলিশকে তাদের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছে। তবে শাহরিয়ার কবিরের বিষয়ে কিছুই বলতে পারেননি এই কর্মকর্তা।
এ দিকে, তিন বিশিষ্ট ব্যক্তিকে হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবির কয়েকজন শিক্ষক বলেন, হুমকির বিষয়টি নতুন নয়। এর আগেও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি। এক শিক্ষক অভিযোগে বলেন, এর আগে মুনতাসীর মামুনের নিরাপত্তার স্বার্থে তার সাথে গানম্যান রাখার আবেদন জানানো হলেও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি। তারা হুমকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘লোন উলফ’ অর্থ একাকী মুজাহিদ, এর সদস্যরা মুজাহিদ চিন্তাধারা সমর্থন করে একাকী হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ