বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেসরকারি ব্যবস্থাপনায় রেল লিজ দেয়ার বিরোধিতা করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য কমিটি বেসরকারি খাতে দেয়া রেলের লিজের মেয়াদ নতুন করে না বাড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সুপারিশ করেছে। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, বেগম নাদিরা ইয়াসমিন জলি।
কমিটি রেলের জায়গা অবৈধ দখলমুক্ত করে সেখানে সরকারি উদ্যেগে সরকারের রাজস্ব বাড়ানোর জন্য স্থাপনা নির্মাণের সুপারিশ করে। বৈঠকে রেল স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা করা হয়। এছাড়া রেলপথ যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে রেলের জনবল বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।