Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বত্য এলাকায় কাপ্তাই লেকের নাব্যতা বৃদ্ধির উদ্যোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১:০৭ এএম

পার্বত্য এলাকায় কাপ্তাই লেকের নাব্যতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।সে জন্য ওই লেকের রাঙামাটি থেকে থেগামুখ পর্যন্ত খননের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ওই খনন কাজ দ্রæত শুরু করার তাগিদ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী ও বাসন্তী চাকমা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জানানো হয়, কাপ্তাই লেকের নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের ডিপিপির উপর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গত মার্চে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির পক্ষ থেকে দ্রæত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কাপ্তাই লেককে ব্যবহার করে অধিকতর মৎস্য উৎপাদনের লক্ষ্যে অধিক সংখ্যক পোনা অবমুক্তকরণের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তিন পার্বত্য জেলায় বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে পার্বত্য জেলাসমূহের বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসকদের শূন্যপদ গুলো দ্রæত নিয়োগসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে এবং ইস্টার সানডেতে শ্রীলংকার চার্চ ও হোটেলে বোমা হামলায় নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ