বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছুরি, খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর কর্ণফুলী এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো, মো. সিরাজ ওরফে হৃদয় (১৯) ও মো. ওমর ফারুক (১৯)। তারা কর্ণফুলী সেতু এলাকায় নিয়মিত ছিনতাই করে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ১৫০টি ছিনতাই করার কথাও স্বীকার করে তারা।
শুক্রবার রাতে কর্ণফুলী সেতুতে আবু তারেক নামে পটিয়া সরকারি কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ও এক হাজার টাকা ছিনিয়ে নেয় চার যুবক। এ ঘটনায় তারেকের ভাই বাকলিয়া থানায় একটি মামলা করেন। মামলার পরপর পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফারুককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করে বলে জানান ওসি নেজাম। ঘটনার সাথে জড়িত অপর দুইজনকে ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।