বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চৌদ্দগ্রামে জেনারেটর বোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, আবুল বাসার বাসু ও মন্তাজ মিয়া। গতকাল রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার এসআই মিলন মল্লিক।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটি জেনারেটর বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল দ্রুতগামী পিকআপ। পথিমধ্যে রাত একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুনকরা এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপের উপরে থাকা শ্রমিক মন্তাজ মিয়া ও আবুল বাসার বাসু ঘটনাস্থলে নিহত হন। আহত হন শ্রমিক ভোলা সদরের দক্ষিণ দীঘলদী গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে জামাল হোসেন ও একই জেলার মনপুরা থানার চরজমিন গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. তৈয়ব। এ সময় পালিয়ে যায় পিকআপ চালক ও হেলপার। আহত দুইজনই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। দুর্ঘটনার খবর পেয়ে লাশ, পিকআপ ও জেনারেটরটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। গতকাল রোববার দুপুরে নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।