প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সানসিল্ক বিশ্বাস করে আমাদের মেয়েদের আছে অনেক প্রতিভা, আছে অনেক স্বপ্ন। শুধু দরকার উপযুক্ত প্ল্যাটফর্ম যা তাদের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এই বিশ্বাসকে ধারন করে সানসিল্ক এবং ক্রেইন্স এর যৌথ উদ্যোগে শুরু সানসিল্ক ডিভাসের যাত্রা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ৪ জন জনপ্রিয় শিল্পী: আলিফ আলাউদ্দিন, হৃদয় খান, জোহাদ রেজা চৌধুরী এবং সারমিন সুলতানা সুমি। হাজার হাজার রেজিস্ট্রেশনের মধ্যে থেকে চার বিচারকের নাম্বারের ভিত্তিতে ফাইনালিস্ট ৭ জন প্রতিযোগীর মাঝ থেকে উঠে এসেছে চার বিজয়ী অন্তরা রহমান, মুস্তারিন আহমেদ শীতল, সুনন্দা শারমিন এবং ফেরদৌসি মৌমিতা। এদের নিয়েই তৈরি হচ্ছে দেশের প্রথম অল-গার্ল প্রফেশনাল মিউজিক ব্যান্ড। নতুন এই অল গার্ল ব্যান্ড সনি ডিএডিসি-এর সাথে দুটি অ্যালবামের জন্য চুক্তি বদ্ধ হয়েছে যা প্রচার হবে আন্তর্জাতিকভাবে। তারা বলিউড সিনেমার একটি গানও গাইবেন। প্রাইজ মানির পাশাপাশি বিজয়ীদের হাতে হোন্ডার পক্ষ থেকে নিউ ডিও স্কুটার এবং প্রথম ২০জনের জন্য নকিয়া হ্যান্ডসেট তুলে দেয়া হয়। ফাইনাল অনুষ্ঠানের শেষ অংশে এই নতুন ব্যান্ড জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের সাথে পারফর্ম করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, সনি ডিএডিসি এর ডিরেক্টর এবং হেড অব ইন্ডিয়া জজি মাম্মেন, হোন্ডা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশেকুর রহমান, এবং ক্রেইন্স এর ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান। পুরো অনুষ্ঠানটি ছিল একটি মিউজিক, লাইট, লেজার এবং অ্যানিমেশনের চমৎকার প্রদর্শনী। চারজন বিচারকের পাশাপাশি, জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা অনুষ্ঠানে পারফর্ম করেন। উল্লেখ্য গত ১১ জানুয়ারী থেকে প্রতি শুক্রবার দীপ্ত টিভিতে এই রিয়েলিটি শো›টি প্রচার হয়ে আসছে, এবং গত ৩ মে গ্র্যান্ড ফিনালে প্রচার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।