Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীঘ্রই কাজে ফিরছেন সৌম্য ট্যান্ডন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

অ্যান্ডটিভির জনপ্রিয় সিটকম সিরিজ ‘ভাবী জি ঘর পার হ্যায়’-এর আনিতা মিশ্র ওরফে গোরি মেম সৌম্য ট্যান্ডন জানুয়ারিতে মা হয়েছেন। ছেলের মা হবার পর থেকে তিনি এখন পর্যন্ত ছুটিতে আছেন। আশা করা হচ্ছে তিনি এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে শুটিংয়ে যোগ দেবেন।
সিরিজটির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে তারা এখন সৌম্য’র সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে তিনি ‘ভাবী জি ঘর পার হ্যায়’-এ ফিরবেন। প্রযোজক বেনায়ফার কোহলি বলেছেন, “সৌম্য শুটিংয়ে অংশ নেয়া শুরু করেছেন এমন গুজব অসত্য। এখনও আলোচনা চলছে, সৌম্য ফিরলে আমি খুব খুশি হব। এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে তিনি ফিরবেন।” অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় সৌম্য যোগ ব্যয়াম চালিয়ে গেছেন সম্প্রতি জিমে যাওয়া শুরু করেছেন। এর মধ্যে তিনি ৯ কেজি ওজন কমিয়েছেন। সৌম্য ও তার স্বামী সৌরভ ছেলের নাম রেখেছেন মিরান ট্যান্ডন সিং। ‘ভাবী জি ঘর পার হ্যায়’ সিরিজে আরও অভিনয় করেন আসিফ শেখ, রোহিতাশ গৌড় এবং শুভাঙ্গি আত্রে পুরে।

 

বলিউড শীর্ষ পাঁচ
১. কলঙ্ক ২. দ্য তাসকেন্ট ফাইল্স ৩. রোমিও আকবর ওয়াল্টার
৪. জাংলি ৫. কেসরী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ