Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ওমরসানীর জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

আজ চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন। এবারের জন্মদিনে বিশেষ পরিকল্পনা নেই তার। ওমরসানী বলেন, ‘আলহামদুলিল্লাহ এবারের রোজা শুরুর শুভ ক্ষণে আমার জন্মদিন। বিষয়টা আমার কাছে অনকে ভালোলাগার। মুসলমানদের বিশেষ রহমতের এই মাসের শুরুতেই আমার জন্মদিন। জানিনা এমন ভাগ্য ক’জনের হয়। আল্লাহ আমাকে সুস্থ রাখুন এ দোয়া চাই সবার কাছে। আর আমার ভক্তদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। কারণ তাদের জন্যই আমি আজকের ওমরসানী। আমি আজকের দিনে বিশেষত শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার বাবা মাকে যাদের কারণে আল্লাহর ইচ্ছায় আমি এই পৃথিবীর আলো দেখতে পেরেছি।’ এদিকে আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ওমরসানী অভিনীত রাশেদ রাহা পরিচালিত সিনেমা ‘নোলক’। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’। সিনেমাতে ওমরসানী সাধারণত নায়ক হিসেবেই অভিনয় করেছেন। তবে মাঝে বেশ কয়েকবছর খল অভিনেতা হিসেবেও বেশ প্রশংসিত হন। তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী’র সঙ্গেও জুটি হিসেবে দর্শককে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে ওমর সানিকে জন্মদিনের শুভেচ্ছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ