Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র অভিনেতা বাবর অসুস্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বাবর গ্যাংরিন সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি স¤প্রতি গ্যাংরিন (পায়ে পচন) সমস্যা প্রকট আকার ধারণ করায় গত ৩০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় তার পায়ের অপারেশন হয়েছে। পায়ের তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। বাবর জানান, গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েও রাতে বাসায় ফিরে গিয়েছিলাম। হাসপাতালের এত খরচ বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছি। এভাবেই আমার দিন যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইস্কাটনের হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ৬৮ বছর বয়সী এ অভিনেতা। উল্লেখ্য, আমজাদ হোসেন পরিচালিত বাংলার মুখ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন খলনায়ক হিসেবে। খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত রংবাজ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি দাগী নামে একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। পরিচালনা করেছিলেন একমাত্র সিনেমা দয়াবান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ