Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাভেঞ্জার্স : এন্ডগেম

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

দুই ভাই অ্যান্থনি রুসো এবং জো রুসো পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। রুসো ভাইরা যৌথভাবে ‘পিসেস’ (১৯৯৭), ‘দ্য কিস’ (২০০১), ওয়েলকাম টু কলিনউড’ (২০০২), ইউ, মি অ্যান্ড ডুপরি’ (২০০৬), ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : দ্য উইন্টার সোলজার’ (২০১৪), ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ (২০১৮) পরিচালনা করেছেন। থ্যানোস (জশ ব্রলিন) মহাবিশ্বের অর্ধেক প্রাণ নাশ করার কয়েক সপ্তাহ পর। স্টিভ রজার্স/ক্যাপ্টেন অ্যামেরিকা (ক্রিস এভান্স), নাতাশা রোমানফ/ব্ল্যাক উইডো (স্কারলেট জোহানসন), থর (ক্রিস হেমসওয়ার্থ), ব্রুস ব্যানার/হাল্ক (মার্ক রাফেলো), রকেট (ব্র্যাডলি কুপার) আর অন্য অ্যাভেঞ্জাররা তাদের ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। পাশাপাশি টোনি স্টার্ক/আয়রনম্যান (রবার্ট ডাউনি জুনিয়র) বহুদূর মহাশূন্যে ভেসে আছে খাবার আর অক্সিজেন ফুরিয়ে আসছে দ্রুত। শেষ পর্যন্ত ক্যারল/ক্যাপ্টেন মারভেল (ব্রি লারসন) তাকে উদ্ধার করে অ্যাভেঞ্জার্স সদরে স্কট/অ্যান্ট-ম্যানকে (পল রাড) নিয়ে পৌঁছলে আশার সঞ্চার হয়। নেবুলা (ক্যারেন গিলান) আর হকআই (জেরেমি রেনার) যোগ দেয় শেষ একটি মিশনের জন্য।

 

হলিউড শীর্ষ পাঁচ
১. অ্যাভেঞ্জার্স : এন্ডগেম ২. দি ইনট্রুডার ৩. লঙ শট
৪.ব্রেকথ্রু ৫. ক্যাপ্টেন মারভেল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ