রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারের আমেনা বিবি নামের (৭০) বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেধেঁ আগুনে পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের মৃত আ. গফুরের বিধবা কন্যা এবং স্বামীর মৃত্যুর পর থেকে বাবার বাড়িতেই থাকতেন। তার শোবার ঘরেই তাকে হাত-পা বেঁধে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এস আই বিজয় কুমার জানান, সকালে স্থানীয় লোকদের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ছিল হাত-পা বাঁধা। তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা মহিলাটির হাত-পা ঁেবধে আগুনে পুড়ে হত্যা করেছে। উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে তার স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর পর থেকে বাবার বাড়ি উলুকান্দীতে থাকতেন। তার একটি মেয়ে রয়েছে সে ঢাকায় থাকে। নির্মম এই কাহিনী শুনে লাশ দেখতে এলাকার শত শত মানুষ ভিড় জমাচ্ছে।
স্থানীয়রা জানায়, রাত অনুমান ১.৪৫ মিনিটের দিকে মহিলার ঘরে আগুন জ্বলে উঠতে দেখে অনেক চেষ্টা করেও তাকে বের করা বা বাঁচানো সম্ভব হয়নি। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ঘরটিসহ মহিলাকে পুড়ে ভস্মিভূত করে ফেলে। তবে কে বা কারা মহিলার হাত-পা বেঁধে তার ঘরে আগুন দিয়েছে এ সম্পর্কে তারা কিছুই জানেনা। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের একটি সুত্র জানায়, বৃদ্ধার সাথে থাকা স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার জন্যও এই ঘটনা ঘটতে পারে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, বৃদ্ধাকে আগুণে পুড়ে হত্যা করেছে না হত্যার পর আগুণ দেওয়া হয়েছে তা ময়না তদন্তের আগে বলা যাবে না। আসামী গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।