Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনায় বিলীনের পথে তেকানী প্রাথমিক বিদ্যালয়

সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

সত্যি বিচিত্র যমুনা নদী, আরও বিচিত্র-এর গতি পরিবর্তন। কখন ভাঙে আর কখন গড়ে তা বলা কঠিন। খরস্রোতা যমুনা বর্ষা মৌসুমে যেমন ভাঙে তেমনি পানি নেমে গেলেও পানির টানে যমুনা নদীতে ভাঙনের সৃষ্টি হয়। তারই প্রত্যক্ষ প্রমাণ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ৮০ বছরের পুরানো ৮৫ নং ডিগ্রী তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবশেষে যমুনা গ্রাস করলো। গত শনিবার বিকেলে বিদ্যালয় ভবনটি যমুনায় ধসে পড়েছে। নিলামের প্রক্রিয়া শেষ না হওয়ায় ভবনটি ভেঙে ফেলা যায়নি।
কাজিপুর উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, ১৯৩৫ সালে স্থাপিত বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থ বছরে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়। ওই সময় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-২ এর আওতায় এলজিইডি কাজিপুর অফিসের বাস্তবায়নে একতলা ভবন নির্মাণ হয়েছিল। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পিইডিপি-৩ এর আওতায় প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যায়ে এর উর্ধমুখী সম্প্রসারণ কাজ হয়। কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলূ মিয়া জানান নিলামের সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, এতো দ্রুত বিদ্যালয় ভবনটি ধসে যাবে সেটা জানা ছিল না।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, আজ সোমবার ভবনের যেটুকু আছে সেটুকুর নিলাম অনুষ্ঠিত হবে। আর বিদ্যালয় এখন বন্ধ হয়েছে। খুললে অস্থায়ীভাবে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ