Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ৪:০১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে রুবেল হোসেন (২৮) ও সজল হোসেন (২৬) নামের দুই চিহিৃত মাদক ব্যবসায়ী আত্বসমর্পণ করেছে। রোববার দুপুরে তারা কালীগঞ্জ থানায় হাজির হয়ে আত্বসমর্পণ করে। রুবেল কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে ও সজল একই গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে। তারা দুজনই মাদক মামলা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, রুবেলের নামে জেলার বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ নয়টি মামলা রয়েছে ও সজলের নামে তিনটি মাদক মামলা রয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় হাজির হয়ে আত্বসমর্পণ করে। এরপর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মসমর্পণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ