Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাভারে পুলিশের এএসআইকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে মতিউর রহমান (২৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার মোটরসাইকেল এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, বলিয়ারপুর এলাকায় মতিউর রহমান নামে এক এএসআইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা মোবাইলফোন ও মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে পথচারীরা মতিউরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ছিনতাই করা মালামাল উদ্ধার করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ