Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর লাশবাহী মাইক্রোবাস উল্টে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : স্বামীর লাশ গ্রামের বাড়ি নেওয়ার পথে মাইক্রোবাস উল্টে লাশ হলেন নেত্রকোনার এক নারী। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার পথে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মোজাম্মেল হক।নিহত রফিকা চৌধুরী (৫৫) নেত্রকোনার মোহনগঞ্জ থানার জনদপুর এলাকার গোলাম মোহাম্মদ তালুকদারের স্ত্রী ছিলেন।রফিকার জামাতা শামিম আহমেদ গণমাধ্যমকে জানান, দুই দিন আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার শ্বশুর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ তালুকদার মারা যান।“আজ সকালে তার লাশ একটি অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি নেওয়া হচ্ছিল। সঙ্গে একটি মাইক্রোবাসে ছিলেন শাশুড়িসহ চারজন। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছে মাইক্রোবাসটি ব্রেক করলে উল্টে যায়।” এ সময় রফিকা চৌধুরী ঘটনাস্থলে নিহত ও তিনজন আহত হন বলে জানান তিনি।আহতরা হলেন মো. আনিসুর রহমান (৩৫), শায়লা বেগম (৩২) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. ফজলুল হক আনন্দ (৬০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ