বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ বাঙালি সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে খাগড়াছড়ি জেলা সদর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পৌর শহরে কিছু অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও বিভিন্ন উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানা গেছে। অফিস-আদালত খোলা থাকলেও সেবা প্রার্থীদের উপস্থিতি কম।
এদিকে, হরতালকে ঘিরে সকাল থেকে জেলার মাটিরাঙ্গা, মানিকছড়ি ও পানছড়িসহ বিভিন্ন উপজেলা সদরে পিকেটিংযের খবর পাওয়া গেলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।