Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বৃষ্টির মধ্যেও মেয়র আরিফের উচ্ছেদ অভিযান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৫:৩৬ পিএম

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযানে মধুবন মার্কেট সংলগ্ন তিনটি অবৈধ দোকান ঘর গুড়িয়ে দেন তিনি।

শনিবার বিকাল ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মধুবন মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ পুরানলেন গলির মুখে অবৈধভাবে গড়ে তোলা আল আমিন জুয়েলার্স ও একটি ফাস্টফুডের দোকান ঘর গুড়িয়ে দেয়া হয়। এছাড়া একই মার্কেটের পূর্বপার্শ্বস্থ মাপ্র ফ্যাশন হাউস নামের দোকানও উচ্ছেদ করা হয়।

এ প্রসঙ্গে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেছেন, মার্কেট গড়ে তুলেছেন, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’

অভিযানের সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায় রায় চৌধুরী, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ