Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩৫ দিনে কোরআনে হাফেজ হলো সামিয়া

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:১৫ এএম

মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মাজীদ হিফজ সম্পন্ন করে নজির স্থাপন করল ৯ বছর ১১ মাস বয়সী শিশু সামিয়া। সে রামু কলঘর বাজারস্থ হযরত হাফসা (রা.) মহিলা হিফজখানার ছাত্রী। শিশু সামিয়া গত ২৩ এপ্রিল হিফজুল কোরআনের শেষ সবক গ্রহণ করে তার হুজুরের কাছে।

এ উপলক্ষে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন শিশু ছাত্রী সামিয়া হোসাইনের বিরল প্রতিভার কথা তুলে ধরে মহান আল্লাহর কাছে দোয়া চান তার জন্য।
সমাপনী সবক প্রদান অনুষ্ঠানে শিশু হাফেজা সামিয়া হোসাইনের গর্বিত পিতা, রামু চা-বাগানের বাসিন্দা আহমদ হোসাইন সানী আল্লাহর শুকরিয়া আদায় করে বক্তব্য রাখেন। হযরত হাফছা (রা.) মহিলা হিফজখানার মতো একটি উপযুক্ত প্রতিষ্ঠান ও পরিবেশ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ ও পুলকিত বলে জানান। তিনি এ প্রতিষ্ঠানের পরিচালক, পৃষ্ঠপোষক, শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার প্রাচীন শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম চাকমারকুলের প্রবীণ মুহাদ্দিস হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি ছিলেন উক্ত মাদরাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক হাফেয মাওলানা ইকরামুল হক, হযরত হাফসা (রা.) মহিলা হিফজখানার পৃষ্ঠপোষক আলহাজ মাহমুদুল হক কোম্পানী, বিশিষ্ট লেখক ও সংগঠক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, খুরুশকুল রুহুল্লার ডেইল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আলী হায়দার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ